
হায়দরাবাদ, ৫ জানুয়ারি (হি.স.): সোমবার তেলঙ্গানা বিধান পরিষদ থেকে পদত্যাগ করলেন কে কবিতা। আবেগঘন বিদায়ী ভাষণের পরে তিনি হায়দরাবাদের গান পার্কে স্মৃতিসৌধে গিয়ে আনুষ্ঠানিক ভাবে নিজের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন। বিআরএস থেকে চার মাস আগে সাময়িক ভাবে বহিষ্কৃত হওয়ার পরে এ দিন পাকাপাকি দল ছাড়ার কথা জানান কবিতা।
বিআরএসের বর্তমান নেতৃত্বকে নিশানা করে বলেন, কেসিআর এখন 'শয়তানদের দিয়ে ঘেরা রয়েছেন'। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, সম্পত্তির নয়, আত্মসম্মানের লড়াই এটা। অভিযোগ করেছেন, বিআরএস-এর অন্দরে তাঁকে কাজ করতে বাধা দেওয়া হয়েছে। কবিতা জানিয়েছেন, আগামী বিধানসভা ভোটে তিনি নিজের নতুন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ