সোমবার বেলা গড়াতেই কাটছে কুয়াশা, উত্তুরে বাতাসের অনুকূল পরিবেশ
কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): সোমবার বেলা গড়াতেই কাটছে কুয়াশা। পরিষ্কার হচ্ছে আকাশও। আবহবিদদের পূর্বাভাস, কুয়াশা এবং মেঘলা আকাশ কাটলেই উত্তুরে বাতাস ঢুকবে। নামবে পারদও। চলতি সপ্তাহেই ফের এক দফা হাড় কাঁপানো শীতের দেখা মিলতে পারে কলকাতা-সহ রাজ্যের বিভ
সোমবার বেলা গড়াতেই কাটছে কুয়াশা, উত্তুরে বাতাসের অনুকূল পরিবেশ


কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): সোমবার বেলা গড়াতেই কাটছে কুয়াশা। পরিষ্কার হচ্ছে আকাশও। আবহবিদদের পূর্বাভাস, কুয়াশা এবং মেঘলা আকাশ কাটলেই উত্তুরে বাতাস ঢুকবে। নামবে পারদও। চলতি সপ্তাহেই ফের এক দফা হাড় কাঁপানো শীতের দেখা মিলতে পারে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ১১. ২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে সব থেকে কম তাপমাত্রা ছিল বহরমপুর এবং কল্যাণীতে। রাজ্যে সামগ্রিক ভাবে সব থেকে কম তাপমাত্রা দার্জিলিঙে (১.৫ ডিগ্রি সেলসিয়াস)। পুরুলিয়া, আসানসোল, বাঁকুড়া, শ্রীনিকেতনের মধ্যে রাজ্যের পশ্চিমী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে বলেও খবর।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande