“প্রতারণার রাজনীতি ভেঙে পড়বে”, এসআইআর নিয়ে সরব বিজেপি নেতৃত্ব
কলকাতা, ৫ জানুয়ারি (হি স): “একবার জাল এবং অবৈধ এন্ট্রি সরিয়ে দেওয়া হলে, প্রতারণার রাজনীতি ভেঙে পড়বে।” সোমবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য। অমিতবাবু লিখেছেন, “এসআইআর সমস্যা নয়। এসআইআর হল সত্য এবং ত
“প্রতারণার রাজনীতি ভেঙে পড়বে”, এসআইআর নিয়ে সরব বিজেপি নেতৃত্ব


কলকাতা, ৫ জানুয়ারি (হি স): “একবার জাল এবং অবৈধ এন্ট্রি সরিয়ে দেওয়া হলে, প্রতারণার রাজনীতি ভেঙে পড়বে।” সোমবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন বিজেপি-র পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।

অমিতবাবু লিখেছেন, “এসআইআর সমস্যা নয়। এসআইআর হল সত্য এবং তৃণমূল কংগ্রেস এটাই সবচেয়ে বেশি ভয় পায়।

এসআইআর অনুশীলন এবং এটি বন্ধ করার সর্বশেষ দাবি সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মরিয়া মিথ্যাচারগুলিকে দৃঢ়ভাবে বাতিল করে দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি চিঠি লিখেছেন। জানিয়েছেন, বিশেষ নিবিড় সংশোধন নিয়ে তাঁর তথাকথিত ‘উদ্বেগ’ কেবল নিছক কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়।

ভুয়ো ভোটার, মৃতদের নামে এন্ট্রি এবং অবৈধ অনুপ্রবেশকারীরা যাদের নির্বাচনী ফলাফল কারসাজি করার জন্য লাগে, তাদের নাম চুপচাপ সুরক্ষিত ছিল বছরের পর বছর ধরে। এই গোপন কাজ প্রকাশ হচ্ছে এসআইআর-এ। বাস্তবে, তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিশনের অভিযানের সেটাই নেপথ্যের কারণ।

ভোটার তালিকার যাচাই-বাছাই স্পষ্টতই শাসক দলকে অস্থির করে তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক বোধগম্য। একটি পরিষ্কার এবং বিশ্বাসযোগ্য ভোটার তালিকা তার ২০২৬ সালের উচ্চাকাঙ্ক্ষার জন্য সরাসরি হুমকি।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande