মণিপুরের বিষ্ণুপুর জেলায় একাধিক আইইডি বিস্ফোরণ, আহত দুই, নিন্দা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেনের
ইমফল, ৫ জানুয়ারি (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলার অন্তর্গত ফৌগাকচাও থানাধীন সাইটন-নগানুকন এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে সংঘটিত আইইডি বিস্ফোরণে ঘটনায় আতঙ্কের
মণিপুরে একাধিক আইইডি বিস্ফোরণ (ছবি আইটি-এনইর সৌজন্যে)


ইমফল, ৫ জানুয়ারি (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলার অন্তর্গত ফৌগাকচাও থানাধীন সাইটন-নগানুকন এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে সংঘটিত আইইডি বিস্ফোরণে ঘটনায় আতঙ্কের পাশাপাশি ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এদিকে ঘটনাকে কাপুরুষোচিত বলে নিন্দা করে তাঁর এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

পুলিশ সূত্ৰে জানা গেছে, প্রথম দুটি বিস্ফোরণ ভোর ৫-টা ৪০ মিনিট থেকে ৫-টা ৫৫ মিনিটের মধ্যে ঘটেছে। তৃতীয় বিস্ফোরণটি ঘটে সকাল প্ৰায় ৮-টা ৩০ মিনিটে। বিস্ফোরণের প্ৰচণ্ড শব্দে এলাকার বাসিন্দাদের শীতঘুম ভেঙে যায়।

সূত্ৰ জানিয়েছে, ফৌগাকচাও থানাধীন সাইটন–নগানুকন এলাকা সিআরপিএফ-এর নিরাপত্তা বলয়ে বেষ্টিত। পরিত্যক্ত ওই বাড়িতে আইইডি পুঁতে রাখা হয়েছিল। সকালে ডিভাইসটি তিনবার বিস্ফোরিত হওয়ার পর আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

প্রথম বিস্ফোরণের পর বাড়িটির কাছে যান স্থানীয় দুই ব্যক্তি। সে সময় দ্বিতীয় বিস্ফোরণ সংঘটিত হয়, এতে তাঁরা জখম হয়েছেন। আহতদের পরিচয় এখন জানাতে পারেনি পুলিশের সূত্রটি। সূত্রটি জানিয়েছে, তাঁদের বিষ্ণুপুর জেলা সদরে সরকরি হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।

এদিকে ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে আশপাশ এলাকায় আর কোনও বিস্ফোরক সামগ্রী রয়েছে কি না, তা নিশ্চিত করতে চিরুণি তালাশি শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande