
নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): সোমনাথ মন্দির ভারতীয় সংস্কৃতির প্রতীক, মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোমবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, জয় সোমনাথ। ২০২৬ সালে সোমনাথের উপর প্রথম আক্রমণের ১০০০ বছর পূর্ণ হলো। পরবর্তীতে বারবার আক্রমণ সত্ত্বেও, সোমনাথ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে! কারণ সোমনাথের গল্প ভারত মাতার অসংখ্য সন্তানের অদম্য সাহসের কথা, যারা আমাদের সংস্কৃতি ও সভ্যতা রক্ষা করেছিলেন।
প্রধানমন্ত্রী দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তোত্রমে উল্লিখিত ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সোমনাথের আধ্যাত্মিক ও সভ্যতাগত তাৎপর্য তুলে ধরেন। গুজরাটের পশ্চিম উপকূলে প্রভাস পাটনে অবস্থিত, মন্দিরটি দীর্ঘদিন ধরে বিশ্বাস, সংস্কৃতি এবং সামুদ্রিক সমৃদ্ধির কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী মোদী স্মরণ করেন, ১০২৬ সালের জানুয়ারিতে গজনীর মাহমুদ প্রথম মন্দিরটিতে আক্রমণ করেছিলেন, যা ভারতীয় সভ্যতার প্রতীকগুলিকে ধ্বংস করার লক্ষ্যে ধারাবাহিক আক্রমণের সূচনা করেছিল। তিনি উল্লেখ করেন, ঐতিহাসিক বিবরণে নৃশংসতা এবং ধ্বংসযজ্ঞ সত্ত্বেও, সোমনাথের ইতিহাস শেষ পর্যন্ত ধ্বংস দ্বারা নয় বরং পুনর্নবীকরণ দ্বারা সংজ্ঞায়িত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ