১১ জানুয়ারি সোমনাথ যাবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন সোমনাথ স্বাভিমান পর্বে
নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১১ জানুয়ারি গুজরাটের সোমনাথে যাবেন এবং সোমনাথ স্বাভিমান পর্বে অংশগ্রহণ করবেন। যেখানে ৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনেক আধ্যাত্মিক ও সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার সকাল
১১ জানুয়ারি সোমনাথ যাবেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন সোমনাথ স্বাভিমান পর্বে


নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১১ জানুয়ারি গুজরাটের সোমনাথে যাবেন এবং সোমনাথ স্বাভিমান পর্বে অংশগ্রহণ করবেন। যেখানে ৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনেক আধ্যাত্মিক ও সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার সকালেই এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, হাজার বছর ধরে অস্তিত্ববাহী সোমনাথ মন্দির দেশের অবিস্মরণীয় সভ্যতাগত চেতনাকে প্রতিফলিত করে। তিনি বলেছেন, বারংবার আক্রমণ এবং বহু প্রতিকূলতার মধ্যেও সোমনাথ মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এক নিবন্ধে প্রধানমন্ত্রী বলেন, ‘সোমনাথ’ শব্দটি শুনলেই মানুষের মনে গর্বের অনুভূতি জাগ্রত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande