রাম রহিমের জেল-মুক্তি, ৪০ দিনের জন্য স্বস্তি প্যারোলে
রোহতক, ৫ জানুয়ারি (হি.স.): প্যারোলে মুক্তি পেয়ে জেল-মুক্ত ধর্ষণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম। তাঁকে ৪০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছে। সোমবার রোহতকের সুনারিয়া জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে রাম রহিমকে। ২০১৭ সাল থেকে হরিয়ানার রোহতক জেলে বন
রাম রহিমের জেল-মুক্তি, ৪০ দিনের জন্য স্বস্তি প্যারোলে


রোহতক, ৫ জানুয়ারি (হি.স.): প্যারোলে মুক্তি পেয়ে জেল-মুক্ত ধর্ষণে সাজাপ্রাপ্ত স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম। তাঁকে ৪০ দিনের জন্য মুক্তি দেওয়া হয়েছে। সোমবার রোহতকের সুনারিয়া জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে রাম রহিমকে। ২০১৭ সাল থেকে হরিয়ানার রোহতক জেলে বন্দি রাম রহিম। গত বছরের আগস্টেও ৪০ দিনের জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

ধর্ষণ এবং অন্যান্য অপরাধের জন্য ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ডেরা সাচ্চা সৌদা (ডিএসএস) প্রধান গুরমিত রাম রহিম সিংকে রোহতকের সুনারিয়া জেল থেকে ৪০ দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, যা ২০১৭ সালের পর থেকে তাঁর ১৪-তম অস্থায়ী মুক্তি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande