পার্ক সার্কাসে বাড়ির চাঙড় খসে মৃত্যু প্রৌঢ়ার, আহত শিশু-সহ বেশ কয়েকজন
কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): পার্ক সার্কাসে বাড়ির চাঙড় খসে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতের নাম রাবিয়া খাতুন। সোমবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসের লোহাপুল এলাকায়। চাঙড় খসে আহত হয়েছে শিশু-সহ আরও বেশ কয়েক জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ন
বসিরহাটে যুবককে খুন, বাঁশবাগান থেকে উদ্ধার দেহ


কলকাতা, ৫ জানুয়ারি (হি.স.): পার্ক সার্কাসে বাড়ির চাঙড় খসে মৃত্যু হল এক প্রৌঢ়ার। মৃতের নাম রাবিয়া খাতুন। সোমবার ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটেছে পার্ক সার্কাসের লোহাপুল এলাকায়। চাঙড় খসে আহত হয়েছে শিশু-সহ আরও বেশ কয়েক জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকা ব্যারিকেড করে ঘিরে রেখেছে পুলিশ।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোর তিনটে নাগাদ। লোহাপুল এলাকায় তিনতলা ওই বাড়িটির একতলায় ভাড়া থাকত একটি পরিবার। ওই একতলারই সিলিংয়ের একটি অংশ খসে পড়েছে বলে জানা যাচ্ছে। ঘরের মধ্যে পরিবারের সদস্যেরা সকলেই তখন ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থাতেই তাঁদের উপরে খসে পড়ে চাঙড়। তাতেই মৃত্যু হয় রাবিয়ার।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande