
বীরভূম, ৫ জানুয়ারি (হি.স.): বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হয় তাঁকে| চূড়ান্ত হেনস্তার শিকার হন। 'পুশব্যাক' করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সোনালি বিবি-সহ তাঁর পরিবারের সদস্যদের। অন্তঃসত্ত্বা অবস্থায় কারাবাস করতে হয় তাঁকে। আইনি টানাপোড়েন, হাজারও লড়াইয়ের পর বাংলায় ফিরেছেন। সোমবার সেই সোনালি বিবিই বীরভূমের মাটিতে সন্তানের জন্ম দিলেন। পুত্রসন্তানের জন্ম দিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, সোনালি এবং তাঁর নবজাতক দু'জনেই সুস্থ রয়েছেন। রবিবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হয় সোনালির। বীরভূমের পাইকরের বাড়ি থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সোমবার সকালে অস্ত্রোপচার করা হয় সোনালির। পুত্রসন্তানের জন্ম দেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, মা ও সদ্যোজাত সন্তান দু'জনেই সুস্থ রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ