জীবনকে গ্রাস করছে সমাজ মাধ্যম : স্টুডেন্টস উইক সেলিব্রেশনে বিতর্ক প্রতিযোগিতা
কলকাতা, ৪ জানুয়ারি ( হি. স.) : তরুণ প্রজন্মের সার্বিক বিকাশ এবং সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়েই হবে সমাজের প্রকৃত বিকাশ । আর সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরেও আশুতোষ কলেজের পক্ষ থেকে আয়োজন করা হলো স্টুডেন্টস উইক সেলিব্রেশন। শিক্ষার্থীদের সৃষ্ট
স্টুডেন্টস উইক সেলিব্রেশনে


কলকাতা, ৪ জানুয়ারি ( হি. স.) : তরুণ প্রজন্মের সার্বিক বিকাশ এবং সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়েই হবে সমাজের প্রকৃত বিকাশ । আর সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরেও আশুতোষ কলেজের পক্ষ থেকে আয়োজন করা হলো স্টুডেন্টস উইক সেলিব্রেশন। শিক্ষার্থীদের সৃষ্টিশীলতাকে তুলে ধরার জন্য গোটা সপ্তাহ জুড়ে চলছে বিভিন্ন প্রতিযোগিতা । এর সঙ্গে চলবে সাম্প্রতিক তাৎপর্যপূর্ণ বিষয় ভিত্তিক সচেতনতামূলক আলোচনা পর্ব । ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

আটদিন ব্যাপী এই অনুষ্ঠানের চতুর্থ দিনে সোমবার ছিল মূলত দুটি বিষয় । একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বিচারকের আসনে ছিলেন কলেজের দুই অধ্যাপিকা । তাঁদের মধ্যে একজন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ চন্দ্রমোল্লি সেনগুপ্ত এবং উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সুপত্রা সেন । বিতর্ক প্রতিযোগিতার বিষয় , জীবনের রন্ধ্রে রন্ধ্রে সমাজ মাধ্যমের প্রভাব। প্রত্যেক ইচ্ছুক ছাত্র ছাত্রীদের স্বতঃপ্রণোদিত অংশগ্রহণের মাধ্যমে ক্রমশই বাড়ছিল প্রতিযোগিতার অংশগ্রহণকারীর সংখ্যা ।

জানা গেছে , সব মিলিয়ে প্রতিযোগীর সংখ্যা ছিল মোট ৩০ জন । পক্ষে এবং বিপক্ষে , উভয়ের দড়ি টানাটানি স্পষ্টত জানান দিচ্ছিল সমাজ মাধ্যম নিয়ে ব্যক্তিবিশেষ কি ভাবনা পোষণ করে । বক্তব্যের ফাঁকে ফাঁকে উঠে আসছিল বিভিন্ন সাম্প্রতিক থেকে অতি সাম্প্রতিক বিষয়গুলোও। এরপর বিজয়ীদের নাম ঘোষণার পর ভবিষ্যতের জন্য শুভকামনার মধ্য দিয়ে এই পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande