
নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): দিল্লি হিংসা মামলায় উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পরে জামিনের জন্য নতুন করে আবেদন জানাতে পারবেন তাঁরা। তবে এই মামলার বাকি পাঁচ অভিযুক্ত সোমবার জামিন পেয়েছে।
দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ এবং শারজিল ইমামের জামিন হল না। দিল্লি হিংসা মামলায় দু’জনের আর্জিই সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁদের জামিনের আর্জির শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে। তবে এই মামলায় অভিযুক্ত বাকি পাঁচ জনের জামিন সোমবার মঞ্জুর করেছে শীর্ষ আদালত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ