শিলিগুড়িতে বিজেপিতে যোগদান ৩৫০ যুবকের
শিলিগুড়ি, ৫ জানুয়ারি (হি.স.): বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে বিজেপি দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চম্পাসারি ও ডাবগ্রাম এলাকার ৩৫০ জন যুবক ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)-তে যোগদান করেন। রবিবার রাতে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদ
শিলিগুড়িতে বিজেপিতে যোগদান ৩৫০ যুবকের


শিলিগুড়ি, ৫ জানুয়ারি (হি.স.): বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে বিজেপি দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চম্পাসারি ও ডাবগ্রাম এলাকার ৩৫০ জন যুবক ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি)-তে যোগদান করেন।

রবিবার রাতে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বিজেপির পতাকা তুলে দিয়ে যুবকদের দলে স্বাগত জানান। নমো যুব কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল, যেখানে নতুন সদস্যদের উৎসাহের সঙ্গে স্বাগত জানানো হয়।

বিজেপি নেতারা জানিয়েছেন, নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য দল নমো যুব ওয়ারিয়র্স গঠন করেছে। এই কমিটির অধীনে যুবদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হচ্ছে। নমো ওয়ারিয়র্স কমিটির আহ্বায়ক সৌরভ সরকারের নেতৃত্বে বিপুল সংখ্যক যুবক বিজেপিতে যোগদান করেছেন।

প্রদীপ ভান্ডারী বলেন, এই যুবদের অংশগ্রহণে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির মাটি আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, আগামী দিনে আরও বেশি সংখ্যক তরুণ বিজেপিতে যোগ দেবে, যার ফলে নির্বাচনী লড়াই আরও জোারদার হয়ে উঠবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande