শ্রীনগরে রাবার বাগানে গৃহবধূর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার
আগরতলা, ৫ জানুয়ারি (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার শ্রীনগরের রাবার বাগান থেকে এক তরুণী বধূর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। সোমবার সকালে শ্রীনগর থানার অধীন কালীটিলা এলাকার বাসিন্দা রঞ্জিত সাহার রাবার বাগান
ত্রিপুরা পুলিশ


আগরতলা, ৫ জানুয়ারি (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার শ্রীনগরের রাবার বাগান থেকে এক তরুণী বধূর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

সোমবার সকালে শ্রীনগর থানার অধীন কালীটিলা এলাকার বাসিন্দা রঞ্জিত সাহার রাবার বাগানে স্থানীয়রা প্রথম মৃতদেহটি দেখতে পান। ঘটনাস্থলটি থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে—তরুণীকে হত্যার পর মৃতদেহে আগুন লাগিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। এখনও পর্যন্ত মৃতার পরিচয় নিশ্চিত করা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর বলে মনে করা হচ্ছে।

ঘটনাস্থলে ফরেনসিক দল পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার সূত্র অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande