
আগরতলা, ৫ জানুয়ারি (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার রানীরবাজারস্থিত শিশু নিকেতন ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সোমবার সকালে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ছাত্রছাত্রী ও সমাজের মধ্যে মানবিক মূল্যবোধ বৃদ্ধি এবং সামাজিক সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। পাশাপাশি বিদ্যালয় পরিচালিত সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, ঐতিহ্য ও মূল্যবোধের বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে গ্রহণের আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ