
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): দিল্লির তুর্কমান গেট এলাকার বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের। বুধবার ভোরে দিল্লির রামলীলা ময়দান সংলগ্ন ফয়েজ-ই-ইলাহি মসজিদের কাছে উচ্ছেদ অভিযান চলছিল। সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় গুজব রটে যায় মসজিদের একাংশ ভেঙে ফেলা হয়েছে। যার জেরে হিংসা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ঘটনায় অভিযুক্ত সন্দেহে কমপক্ষে ৩০ জনকে চিহ্নিত করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুলিশ। ইতিমধ্যেই তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার ফয়েজ-ই-ইলাহি মসজিদের কাছে বাড়ানো হয়েছে নিরাপত্তা|
পুলিশ সূত্রে খবর, বুধবার উচ্ছেদ অভিযান চলাকালীন পুলিশ এবং পুরকর্মীদের লক্ষ্য করে পাথর এবং কাচের বোতল ছুড়তে শুরু করে উন্মত্ত জনতা। ঘটনায় গুরুতর জখম হন পাঁচ পুলিকর্মী। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। বুধবারেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। তাঁদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশ জানিয়েছে, উচ্ছেদ অভিযানের হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৪০০টিরও বেশি ভিডিও প্রকাশ্য এসেছে। সেই ভিডিওর সাহায্যেই অভিযুক্তদের শনাক্ত করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ