
নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি স): “জয় সোমনাথ! আজ থেকে সোমনাথ স্বাভিমান পর্ব শুরু হচ্ছে।” বৃহস্পতিবার এক্সবার্তায় কিছু ছবি-সহ এ কথা লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি লিখেছেন, “এক হাজার বছর আগে, ১০২৬ সালের জানুয়ারিতে, সোমনাথ প্রথম আক্রমণের মুখোমুখি হয়েছিল। ১০২৬ সালের আক্রমণ এবং তার পরবর্তী আক্রমণ লক্ষ লক্ষ মানুষের চিরন্তন বিশ্বাসকে হ্রাস করতে পারেনি, বা বারবার সোমনাথকে পুনর্নির্মাণকারী সভ্যতার চেতনাকে ভেঙে দিতে পারেনি।
আমি সোমনাথে আমার পূর্ববর্তী ভ্রমণের কিছু ছবি শেয়ার করছি। আপনি যদি সেখানে গিয়ে থাকেন, তাহলে #SomnathSwabhimanParv ব্যবহার করে শেয়ার করুন।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত