
শিমলা, ৮ জানুয়ারি (হি.স.) : হিমাচল প্রদেশ হাই কোর্টে ফের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে অজ্ঞাত সূত্র থেকে একটি ই-মেলের মাধ্যমে এই হুমকি আসে, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড আদালত চত্বরে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। তবে কয়েক ঘণ্টার তল্লাশির পর কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হুমকি ই-মেলটি হাই কোর্টের অফিসিয়াল ই-মেলে আসে। বিষয়টি জানাজানি হতেই আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হয়|
শিমলার পুলিশ সুপার জানান, হুমকিটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যদিও আপাতত কোনও বিপদের ইঙ্গিত মেলেনি, তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নজরদারি বাড়ানো হয়েছে। হুমকি পাঠানো ই-মেলের উৎস ও প্রেরকের পরিচয় জানতে সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার হিমাচল প্রদেশের হাই কোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অতীতের প্রতিটি ক্ষেত্রেই তল্লাশিতে কোনও বিস্ফোরক মেলেনি, তবে প্রশাসনকে বড় পরিসরে নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়েছে এবং বিচারকার্য সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
গত বছর জুলাই মাসে শিমলা, নাহান, চাম্বা, কুল্লু ও কিন্নৌরের আদালত চত্বর এবং সোলান জেলার একটি স্কুলেও একই ধরনের ই-মেল হুমকি দেওয়া হয়েছিল। সেবারও বিস্তৃত তল্লাশির পর কিছু উদ্ধার হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য