
লখনউ, ৯ জানুয়ারি (হি.স.): হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে সমগ্র উত্তর প্রদেশ। আগ্রা, মোরাদাবাদ, ফারুখাবাদ, গোরক্ষপুর-সর্বত্রই কনকনে ঠান্ডা। শীতের দাপট প্রভাবিত স্বাভাবিক জনজীবন। শুক্রবার সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল ফারুখাবাদ, কুয়াশার দাপটে কমে যায় দৃশ্যমান। তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার দাপট ছিল গোরক্ষপুরেও।
গাজীপুর-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে, তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গিয়েছে। শীতের প্রকোপের জেলা প্রশাসন ৯ এবং ১০ জানুয়ারি দশম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশা বারাণসী শহরকে গ্রাস করে। তীব্র ঠান্ডা সত্ত্বেও, কাশী বিশ্বনাথ মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়েছে এদিন সকালেও। উত্তর প্রদেশে মোরাদাবাদ এবং আমেঠিও এদিন সকালে কনকনে ঠান্ডায় কেঁপেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ