
নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডার মধ্যেই বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। শুক্রবার সকালে আচমকাই বৃষ্টি হয় দিল্লি ও এনসিআর অঞ্চলে। সকালের বৃষ্টিতে তুঘলকাবাদে তাপমাত্রা অনেকটাই কমেছে, যার ফলে দৈনন্দিন কাজকর্মে প্রভাব পড়েছে। এই বৃষ্টিপাতের ফলে আবহাওয়ার উন্নতি হবে এবং শহরে দূষণের মাত্রা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এদিন
সকালে নয়ডা এবং গ্রেটার নয়ডাতেও বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি সত্বেও বাতাসের গুণগতমান ছিল মন্দ পর্যায়েই। দূষণ কিছুতেই পিছু ছাড়ছে না। দিল্লির ইন্ডিয়া গেট এলাকায় এদিন সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩২৯, আইটিও এলাকায় ৩০৯ এবং অক্ষরধাম এলাকায় বাতাসের গুণগতমান ছিল ৩৮৮।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ