বাংলাদেশ-কান্ডের প্রতিবাদে মায়াপুর ইস্কনের পাণ্ডব সেনা ইস্কন ভক্তরা প্রতিবাদে সোচ্চার
কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : বাংলাদেশের ইস্কন মন্দির ভাঙার প্রতিবাদে এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়
বাংলাদেশ-কান্ডের প্রতিবাদে মায়াপুর ইস্কনের পাণ্ডব সেনা ইস্কন ভক্তরা প্রতিবাদে সোচ্চার


কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.) : বাংলাদেশের ইস্কন মন্দির ভাঙার প্রতিবাদে এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রবিবার নদিয়ার মায়াপুর ইস্কনের পাণ্ডব সেনা ইস্কন ভক্তরা প্রতিবাদে সোচ্চার হলেন।

বিশ্বজুড়ে চলছে করোনা মহামারী। ইসলামিক বাংলাদেশও এর বাইরে নেই। দেশটিতে এই মহামারীর মাঝেও নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। প্রতিদিনই দেশটির কোন না কোন প্রান্তে ঘটে চলেছে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনা। সাম্প্রদায়িক হিংসাকে কেন্দ্র করে উদ্বেগ বাড়ছে বাংলাদেশে। একের পর এক মন্দিরে চলছে মারাত্বক ভাঙচুর। বাংলাদেশের ইস্কন মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে পান্ডব সেনার শিব মন্দিরের সামনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন ইস্কন ভক্তরা। প্ল্যাকার্ড ও ফেষ্টুনে ছিল ইস্কন মন্দিরে আক্রমণের ছবি ও প্রতিবাদ। বাংলাদেশে ধর্মের উপর আঘাত এবং ইস্কন ভক্তদের আরাধ্য দেবতাকে আগুন লাগিয়ে দেওয়ার প্রতিবাদেই এদিনের এই কর্মসূচি।

ইস্কন ভক্তদের দ্বারা গঠিত পাণ্ডব সেনার শিব মন্দিরের শুভ উদ্বোধন হল। শিবলিঙ্গের মহা অভিষেকের মাধ্যমে উন্মোচিত হলো সুসজ্জিত পাণ্ডব সেনার শিব মন্দির। হিন্দু-মুসলিমের বিভাজন ভুলে গিয়ে পাণ্ডব সেনার শিব মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন সকলে।বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা নিয়ে মায়াপুর ইস্কনের মহারাজ অলয় গোবিন্দ দাস বলেন, ‘এই ঘটনা শুধুমাত্র রাজনৈতিক চক্রান্তের ফলে ঘটেছে। এই ঘটনায় কোনও সাম্প্রদায়িক হিংসা জড়িত নেই। কিছু কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যকে হাতিয়ার করে এই ঘটনা ঘটাচ্ছে। বাংলাদেশের ইস্কন মন্দির ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি।’

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande