দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্টকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, উঠল 'গো ব্যাক' স্লোগান
শিলিগুড়ি, ২৬ এপ্রিল (হি.স.) : শিলিগুড়ি পুরনিগমের টিকিয়াপাড়া এলাকায় ক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়
দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্টকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, উঠল ‘গো ব্যাক’ স্লোগান


শিলিগুড়ি, ২৬ এপ্রিল (হি.স.) : শিলিগুড়ি পুরনিগমের টিকিয়াপাড়া এলাকায় ক্ষোভের মুখে পড়লেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ট। তৃণমূল কাউন্সিলার সম্পৃতা দাসের নেতৃত্বে বিদায়ী সাংসদকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

যদিও বিক্ষোভকারীদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলেন রাজু বিস্ট। তিনি জানান, প্রার্থীকে বাধা দেওয়া তৃণমূলের সংস্কৃতি। পাশাপাশি তিনি এও জানান, যে দলেরই হোক না কেন, যেটা ভুল সেটা ভুল। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে, এদিন হিন্দি হাইস্কুলে ভোটারদের মধ্যে ঝামেলার খবর পাওয়া যায়। এদিকে এদিন ৪ নম্বর ওয়ার্ডে হেমন্ত বসু কলোনি স্কুলে এক ভোটার ভোট দিতে গিয়ে দেখেন নিজের এবং পরিবারের নাম লিস্ট থেকে কাটা পড়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande