প্রকৌশলীদের জন্য সংসদের আইনের সুপারিশ তথাগত রায়ের
কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : ‘ইঞ্জিনিয়ারদের দিবস’-এ প্রকৌশলীদের জন্য সংসদের আইনের সুপারিশ করলেন

কলকাতা, ১৫সেপ্টেম্বর (হি. স.) : ‘ইঞ্জিনিয়ারদের দিবস’-এ প্রকৌশলীদের জন্য সংসদের আইনের সুপারিশ করলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন ইঞ্জিনিয়ার তথাগত রায়।

তথাগতবাবু লিখেছেন, “আজ ইঞ্জিনিয়ার্স ডে, ভারতরত্ন স্যার মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরাইয়ার জন্মদিন স্মরণ করছি। আমি রাজনীতি, লেখালেখি এবং আইন সহ জীবনে অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু আমার মৌলিক পেশা, প্রকৌশল নিয়ে আমি গর্বিত। এটা কিছু দুঃখের বিষয় যে আছে প্রকৌশলীদের জন্য সংসদের আইন নেই। চিকিৎসক, দন্ত্যচিকিৎসক, আইনজীবী, চার্টার্ড

অ্যাকাউন্ট্যান্ট, আর্কিটেক্ট সকলেরই এমন আইন আছে, কিন্তু ইঞ্জিনিয়ারদের নয়। ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (ভারত) দয়া করে এই বিষয়ে কিছু উদ্যোগ নেবেন?“হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande