আফগানিস্তানে দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করল তালিবান সরকার
কাবুল, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : কাবুলে এবার থেকে চুল বা দাড়ি কাটার ক্ষেত্রে ওই অঞ্চলের নাপিতদের অবশ্
আফগানিস্তানে দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করল তালিবান সরকার


কাবুল, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : কাবুলে এবার থেকে চুল বা দাড়ি কাটার ক্ষেত্রে ওই অঞ্চলের নাপিতদের অবশ্যই শরিয়াহ আইন অনুসরণ করতে হবে। আর কোনও মুসলিম সম্প্রদায়ের মানুষের দাড়ি কাটা বা ছাঁটা এই আইনের পরিপন্থী। তাই শরিয়াহ আইন অমান্য করে কোনও নাপিত যদি কারোর চুল বা দাড়ি কাটে তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি একটি ফতোয়া জারি করা হয়েছে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে।

ইতিমধ্যেই হেলমান্দ প্রদেশের সব সেলুনে এই নিষেধাজ্ঞা সম্পর্কিত একটি নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে লেখা আছে এই নিষেধাজ্ঞা অমান্য করার অধিকার কারোর নেই। একই অবস্থা কাবুলেও। কাবুলের কয়েকজন নাপিত স্থানীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সম্প্রতি বেশ কয়েকজন তালিবান তাঁদের সেলুনে এসে শাসিয়ে গিয়েছে। তারা বলেছে, এরপর থেকে আর কেউ আমেরিকান পদ্ধতি অবলম্বন করে দাড়ি কাটতে বা ছাঁটতে পারবে না। যদি কোনও নাপিত তালিবানদের এই নিষেধাজ্ঞাকে অমান্য করে তাহলে আফগান পুলিশ তাঁদের অবিলম্বে গ্রেফতার করবে। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande