উরি সেক্টরে আটক পাকিস্তানি জঙ্গি, নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত আরও এক
শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : কাশ্মীরের উরি সেক্টর থেকে আটক করা হল এক পাকিস্তানি জঙ্গিকে। অন্যদি

 
উরি সেক্টরে আটক পাকিস্তান

 
শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : কাশ্মীরের উরি সেক্টর থেকে আটক করা হল এক পাকিস্তানি জঙ্গিকে। অন্যদিকে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয়েছে আরও এক অনুপ্রবেশকারী জঙ্গি। ঘটনায় জখম হয়েছেন ৪ জন জওয়ান। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ।

সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় বেশ কিছু অনুপ্রবেশকারীর গতিবিধি নজরে পড়ে সেনার। এই জঙ্গিদের গতিবিধির উপর ক্রমাগত কড়া নজর রেখে চলেছিল গোয়েন্দাদের একটি দল। গত সপ্তাহে বারামুল্লার উরিতে অনুপ্রবেশকারীদের ঠেকাতে ভারতীয় সেনাবাহিনী একটি তল্লাশি অভিযান চালু করে। যদিও পরে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এরই মাঝে গতরাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। সেনার উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় সেনা। ঘটনায় মারা গিয়েছে একজন অনুপ্রবেশকারী। জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন চার জওয়ান। অন্যদিকে, আরেক পাকিস্তানি জঙ্গিকে জীবিত গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার প্রেক্ষিতে কাশ্মীর জোন পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, উরির গোহালান সেক্টর থেকে ওই মৃত অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার করা হয়েছে। সঙ্গে মিলেছে একে-৪৭ রাইফেল এবং ৪টি ম্যাগাজিন। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, সেনাবাহিনী মৃত অনুপ্রবেশকারীর দেহ উরি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, উরি সেক্টরে বিগত কয়েকদিন ধরেই একাধিক পাক জঙ্গির অনুপ্রবেশ রদ করেছে নিরাপত্তারক্ষীরা। ১৮ সেপ্টেম্বর থেকে অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে উরিতে। বন্ধ করা হয়েছে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande