ঢাকায় পৌঁছল প্রয়াত অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফফার
ঢাকা, ২৮ মে (হি. স.) : শনিবার বেলা ১১টা নাগাদ ঢাকায় পৌঁছল প্রয়াত প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক, অমর একু
ঢাকায় পৌঁছল প্রয়াত অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফফার


ঢাকা, ২৮ মে (হি. স.) : শনিবার বেলা ১১টা নাগাদ ঢাকায় পৌঁছল প্রয়াত প্রবীণ সাংবাদিক, সাহিত্যিক, অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ। এদিন ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ বহনকারী বিমান পৌঁছয়।

এদিন বিমানবন্দরে সরকারের তরফ থেকে হাজির ছিলেন মুক্তি যোদ্ধা বিষয়ক দফতরের মন্ত্রী একেএম মোজাম্মল হক। ঢাকায় নামাজে জানাজাসহ আনুষ্ঠানিকতা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তার মরদেহ চিরশায়িত করা হবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, গাফ্‌ফার চৌধুরীর মরদেহ শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে রাখা হবে। সেখানে সর্বস্তরের জনগণ তাকে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টার দিকে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। বিকেল সাড়ে চারটে নাগাদ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের উদ্দেশে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, মহান একুশের অমর সঙ্গীত রচয়িতা আবদুল গাফফার চৌধুরী গত ১৯ মে লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

হিন্দুস্থান সমাচার / সোনালি / কাকলি


 rajesh pande