আমেরিকার শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত আরতি প্রভাকর
ওয়াশিংটন, ২২ জুন (হি.স.) : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে আরও এক ভারতীয় বংশোদ্ভূত। এবার জো
আমেরিকার শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত আরতি প্রভাকর


ওয়াশিংটন, ২২ জুন (হি.স.) : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে আরও এক ভারতীয় বংশোদ্ভূত। এবার জো বাইডেনের শীর্ষ বিজ্ঞান উপদেষ্টা হিসেবে মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত গবেষক আরতি প্রভাকর । বাইডেনের এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেছে আমেরিকার ভারতীয় সমাজ।

মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘‘ডক্টর প্রভাকর এক জন অসামান্য ইঞ্জিনিয়র এবং ফলিত পদার্থবিদ। তিনি অত্যন্ত সম্মাননীয় এক জন পণ্ডিত। তিনি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সামগ্রিক উন্নয়নকল্পে ‘অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’কে যোগ্য নেতৃত্বদানের মাধ্যমে উৎকর্ষের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন, এটাই আমার বিশ্বাস।’’

সেনেট মনোনয়নে সিলমোহর দিলে আমেরিকার ইতিহাসে আরতি-ই হবেন প্রথম অভিবাসী মহিলা যিনি ‘অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি (ওএসটিপি)’-এর প্রধান ডিরেক্টর হবেন। পাশাপাশি তিনি বাইডেন প্রশাসনে অন্যতম উচ্চশিক্ষিত ভারতীয় বংশোদ্ভূত।

দিল্লিতে জন্ম আরতির। তিন বছর বয়সে মা-বাবার সঙ্গে পাড়ি দেন আমেরিকা। প্রথমে গন্তব্য ছিল শিকাগো। তার পর আরতির বয়স যখন ১০, তাঁরা পাকাপাকি ভাবে টেক্সাসে চলে যান। ‘টেক্সাস টেক ইউনিভার্সিটি’ থেকে আরতি ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হন। প্রথম মহিলা হিসেবে আরতি ‘ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’ থেকে ফলিত পদার্থবিদ্যায় পিএইচডি করেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানেই তিনি ইঞ্জিনিয়ারিংয়ে এমএস করেন। বর্তমানে স্ট্যানফোর্ডের সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি ও ইন্সস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের ফেলো এবং ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য আরতি জীবনের একটা সময় সিলিকন ভ্যালিতেও কাজ করেছেন।

হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande