ইডি-সিবিআই পর্যন্ত তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল, দাবি সৌমিত্রর
বিষ্ণুপুর, ১৫ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে যাবতীয় তথ্য দিয়ে এ
ইডি-সিবিআই পর্যন্ত তথ্য পৌঁছে দিয়েছেন কুণাল, দাবি সৌমিত্রর


বিষ্ণুপুর, ১৫ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে যাবতীয় তথ্য দিয়ে এসেছেন কুণাল ঘোষ। সেই তথ্যই এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পৌঁছে গিয়েছে। শুধু তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণালই নন, তাঁর দলের অনেকেই গোপনে তথ্য দিয়ে চলেছেন। শাসকদদলে অস্বস্তির আবহে এমন দাবি করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

সম্প্রতি শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে ‘দুর্নীতি’, গরু ও কয়লাপাচার-সহ একাধিক মামলায় নেতাদের নাম জড়িয়ে যাওয়া এবং তাঁদেরকে ইডি-সিবিআইয়ের তলব ঘিরে শাসকদদলে অস্বস্তি বেড়েছে এই আবহে সোমবার স্বাধীনতা দিবসের উদ্যাপনে বাঁকুড়ার বিষ্ণুপুরের বৈলাপাড়ার দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। কর্মসূচির পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং শিক্ষাক্ষেত্রে ‘কেলেঙ্কারি’র অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তৃণমূলে সরষের মধ্যেই ভূত রয়েছে। কুণাল যখন জেলে ছিলেন, তখন তৃণমূলের অনেক নেতা আনন্দ করেছিলেন। কিছু দিন আগেই ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেছিলেন কুণাল। এর পর যেখানে যা তথ্য পৌঁছে দেওয়ার, তিনি তা পৌঁছে দিয়েছেন। ইডি-সিবিআই পর্যন্ত তথ্য পৌঁছে দিয়েছেন উনি।’’

সৌমিত্রের সংযোজন, ‘‘শুধু কুণাল ঘোষই নন, তৃণমূল ডান হাত বাঁ হাত যাঁরা আছেন, তাঁরাও নিয়মিত তথ্য পৌঁছে দিচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায়ের টাকা কোথায় আছে, সে তথ্য তাঁরাই দিচ্ছেন।’’

উল্লেখ্য, শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের গ্রেফতারি নিয়ে শোরগোলের আবহে গত মাসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কুণালের সাক্ষাৎ হয়েছিল। সেই সময় বিজেপির তরফে দাবি করা হয়, কলকাতায় সুকিয়া স্ট্রিটে যে বিজেপিকর্মীর বাড়িতে কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন, সেখানে আমন্ত্রিত ছিলেন না কুণাল। তা সত্ত্বেও কাউকে না জানিয়ে সেই বাড়িতে চলে এসেছিলেন তিনি। ঘটনাচক্রে ওই আবাসনে কুণালও থাকেন। যদিও পরে কুণাল বলেছিলেন, ‘‘দরজার সামনে দাঁড়ানো বিজেপির কয়েক জন আমায় ঘরে ডেকে নিয়েছিলেন। সৌজন্যেও ভূত দেখছে বিজেপি।’’ কেন্দ্রীয় মন্ত্রী ও কুণালের মধ্যে সাক্ষাতে সেই সময় রাজনৈতিক মহলে বিস্তর প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। সেই বিতর্ককেই আবার টেনে তুলে আনলেন সৌমিত্র। -হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande