সরকারি কাজের ফলক ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
গোসাবা, ২৬ এপ্রিল (হি.স.) : গোসাবায় সরকারি কাজের ফলক ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা গ
সরকারি কাজের ফলক ভেঙে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে


গোসাবা, ২৬ এপ্রিল (হি.স.) : গোসাবায় সরকারি কাজের ফলক ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে, বৃহস্পতিবার গোসাবার কুমিরমারিতে নির্বাচনী প্রচার কর্মসূচি করেন বিজেপি কর্মীরা। কুমিরমারি বদনবাবুর খেয়া থেকে বুধবারের বাজার পর্যন্ত র্যা লি অনুষ্ঠিত হয়। সেই র্যা লিতে উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি সহ বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্বরা। অভিযোগ সেই নির্বাচনী প্রচার শেষে এলাকায় সরকারী প্রকল্পের ফলক ভেঙে দিয়েছেন বিজেপি কর্মীরা। শুধু ফলক ভাঙাই নয়, এবিষয়ে কোথাও অভিযোগ করলে প্রাণে মারা সহ নানারকম হুমকিও এলাকার সাধারণ মানুষকে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। শুক্রবার সকালে এবিষয়ে কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী মণ্ডল সুন্দরবন কোস্টাল থানা এবং গোসাবার বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার/পার্সতি




 

 rajesh pande