স্বাধীনতা দিবসে প্রেসিডেন্সি সংশোধনাগারে শশী-মালা, দেখা হল না পার্থর সঙ্গে
কলকাতা, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে প্রেসিডেন্সি সংশোধনাগারে গেলেন রাজ্যের
স্বাধীনতা দিবসে প্রেসিডেন্সি সংশোধনাগারে শশী-মালা, দেখা হল না পার্থর সঙ্গে


কলকাতা, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে প্রেসিডেন্সি সংশোধনাগারে গেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তাঁরা। কিন্তু দেখা হল না প্রাক্তন সহযোদ্ধা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে।

সোমবার দেশের স্বাধীনতার ৭৫ বছর বর্ষ পূর্তি অনুষ্ঠানে অংশ নিতে প্রেসিডেন্সি সংশোধনাগারে যান রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ও তৃণমূল সাংসদ মালা রায়। প্রথমে শহিদ বেদিতে মাল্যদান করেন তাঁরা। এরপর ঋষি অরবিন্দের সেল ঘুরে দেখেন তাঁরা। যান নেতাজি সুভাষচন্দ্র বসুর সেলেও। সংশোধনাগারে সাংস্কৃতিক অনুষ্ঠানেও সামিল হন তাঁরা। এদিন মোট ৯৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁদের হাতে পতাকাও তুলে দেন। সব মিলিয়ে বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন মালা রায় ও শশী পাঁজা। কিন্তু তা সত্ত্বেও তাঁদের সঙ্গে দেখা হল না পার্থ চট্টোপাধ্যায়ের।

জানা গিয়েছে, সংশোধনাগারে এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলেও তাতে সামিল হননি পার্থ চট্টোপাধ্যায়। গোটা সময়টা সেলে নিজেকে বন্দি করে রেখেছিলেন প্রাক্তন মন্ত্রী। সেই কারণেই শশী পাঁজা ও মালা রায়ের সঙ্গে তাঁর দেখা হয়নি বলেই খবর। গ্রেফতারির পর তৃণমূলের তরফে পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত পদ থেকে সরানো হয়েছে। তারপর এদিনের ঘটনায় কানাঘুষো শুরু হয়েছে রাজনৈতিক মহলে।-হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande