মঙ্গলবার থেকে ১৬টি দল খেলবে খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-১৬ মহিলা হকি লিগ
নয়াদিল্লি, ১৫ আগস্ট ( হি.স.) : খেলো ইন্ডিয়া মহিলা হকি লিগ ২২ (অনূর্ধ্ব-১৬) ম্যাচগুলি মঙ্গলবার থেকে
মঙ্গলবার থেকে ১৬টি দল খেলবে খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-১৬ মহিলা হকি লিগ


নয়াদিল্লি, ১৫ আগস্ট ( হি.স.) : খেলো ইন্ডিয়া মহিলা হকি লিগ ২২ (অনূর্ধ্ব-১৬) ম্যাচগুলি মঙ্গলবার থেকে মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে শুরু হবে।

লিগে অংশগ্রহণকারী ১৬টি দলকে পুল এ এবং পুল বি-তে ভাগ করা হয়েছে। লিগের প্রথম লেগ ২৩ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিটি বিজয়ী দলকে তিন পয়েন্ট, ড্র হলে প্রতিটি দলের জন্য একটি পয়েন্ট এবং পরাজিত দলের জন্য শূন্য পয়েন্ট দেওয়া হবে।

পুল এ-র দলে রয়েছে : স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 'এ', ভাই বাহলো হকি একাডেমি, ঝুমানহেরা রাইসার একাডেমি, সিটিজেন হকি একাদশ, স্মার্ট হকি একাডেমি রায়পুর, প্রীতম সিওয়াচ হকি একাডেমি সোনিপত, মুম্বই স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং স্পোর্টস হোস্টেল ভুবনেশ্বর।

পুল বি-তে রয়েছে : স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 'বি', অনন্তপুর হকি একাডেমি, এইচএআর হকি একাডেমি, দিল্লি হকি, মধ্যপ্রদেশ হকি একাডেমি, ওডিশা নেভি, টাটা হকি হাই পারফরম্যান্স সেন্টার, স্যালুট হকি একাডেমি এবং গুজরাট স্পোর্টস অথরিটি একাডেমি।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande