ভারত বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের আয়োজক হওয়ার জন্য চেষ্টা করবে : এআইসিএফ সচিব দেব প্যাটেল
গুজরাট, ২৫ এপ্রিল (হি.স.): নবনির্বাচিত অল ইন্ডিয়া চেস ফেডারেশন (এআইসিএফ) সেক্রেটারি দেব প্যাটেল বৃহ
chess


গুজরাট, ২৫ এপ্রিল (হি.স.): নবনির্বাচিত অল ইন্ডিয়া চেস ফেডারেশন (এআইসিএফ) সেক্রেটারি দেব প্যাটেল বৃহস্পতিবার বলেছেন যে ভারত এই বছরে বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিন সেনসেশন ডি. গুকেশ এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনের মধ্যে লড়াইয়ের হোস্টিং পাওয়ার জন্য চেষ্টা করবে৷

উল্লেখ্য, সোমবার টরন্টোতে ক্যান্ডিডেটস টুর্নামেন্ট জিতে গুকেশ বিশ্ব খেতাবের জন্য সর্বকনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী হয়েছেন। বছরের শেষ দিকে যে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর হবে সেই আসরের জন্য ভারত আয়োজক হওয়ার জন্য বিড করবে। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর কবে হবে তার তারিখ ও স্থান এখনো চূড়ান্ত হয়নি।

এআইসিএফ সেক্রেটারি বলেছেন,আমরা ফিডে, শীর্ষ দাবা সংস্থার সাথে আলোচনার জন্য তৈরি, এবং আমরা নিশ্চিত যে সেরা বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভারতে অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে তিনি বলেছেন,এআইসিএফ শুক্রবার এই বিষয়ে ফিডের সাথে যোগাযোগ করব।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande