হর ঘর তিরঙ্গা কর্মসূচির জন্য বিধায়কদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ বিজেপি সভাপতি নড্ডার
নয়াদিল্লি, ৫ আগস্ট ( হি.স.) : দলীয় বিধায়কদের নিজ নিজ এলাকায় আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন বিজেপির স
হর ঘর তিরঙ্গা কর্মসূচির জন্য বিধায়কদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ বিজেপি সভাপতি নড্ডার


নয়াদিল্লি, ৫ আগস্ট ( হি.স.) : দলীয় বিধায়কদের নিজ নিজ এলাকায় আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। তাঁদের টার্গেট পূরণ করার উপরও জোর দিয়েছেন নড্ডা। শুক্রবার ১৩ টি রাজ্যের ৮৩৬ জন বিধায়কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিজেপি সভাপতি।

কলকাতায় বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন রাজ্যের বিজেপি বিধায়করা। সূত্রের খবর, স্বাধীনতার অমৃত মহোৎসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বলা হয়েছে, হর ঘর তিরঙ্গা কর্মসূচি বাস্তবায়িত করতে হবে। বিধায়কদের এলাকার মানুষকে বোঝাতে হবে। আগামী ৯ আগস্টের আগেই বিধায়কদের টার্গেট নির্দিষ্ট করে ফেলতে হবে।

বিজেপি সভাপতি আরও জানান, ৯ থেকে ১১ আগস্টের মদ্যে সোশাল মিডিয়ার মাধ্যমে ওই কর্মসূচির প্রচার চালাতে হবে। এছাড়া পোস্টার, হোর্ডিং লাগিয়ে এই কর্মসূচির হাওয়া তুলতে হবে। ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত তিনদিন বিধায়কদের নিজেদের এলাকায় যুবদের সাহায্য নিয়ে জাতীয় পতাকা সহকারে বাইক মিছিল করতে হবে। তার ছবি এবং বিবরণ সোশাল মিডিয়ায় আপলোড করারও নির্দেশ দেন নাড্ডা। এলাকায় মনীষীদের মূর্তি সাফাই করতে হবে। ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সর্বত্র জাতীয় পতাকা তুলতে হবে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয় / কাকলি


 rajesh pande