এযাবৎ ১৬ লক্ষ পুণ্যার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন, চারধাম যাত্রা নিয়ে প্রস্তুতি তুঙ্গে
দেহরাদূন, ২৬ এপ্রিল (হি.স.) : আগামী ১০ মে শুরু হচ্ছে এই বছরের চারধাম যাত্রা, ইতিমধ্যেই চারধাম যাত্রা
চারধাম যাত্রা নিয়ে প্রস্তুতি তুঙ্গে


দেহরাদূন, ২৬ এপ্রিল (হি.স.) : আগামী ১০ মে শুরু হচ্ছে এই বছরের চারধাম যাত্রা, ইতিমধ্যেই চারধাম যাত্রার প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার। এযাবৎ ১৬ লক্ষ পুণ্যার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শুক্রবার বলেছেন, আমরা সমস্ত ব্যবস্থার মূল্যায়ন ও বিশ্লেষণ করেছি এবং যা কিছু প্রস্তুতির প্রয়োজন ছিল, সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তীর্থযাত্রীদের সংখ্যা বাড়ছে বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, যেখানেই উন্নতির প্রয়োজন ছিল, যেমন রাস্তা, পরিবহন ব্যবস্থা, পার্কিং, হোটেল, ধাবা, রেস্তোরাঁ এবং পুলিশ ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতি বছর যাত্রায় তীর্থযাত্রীদের সংখ্যা বাড়ছে, এখনও পর্যন্ত প্রায় ১৬ লক্ষ মানুষ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করেছেন।

উল্লেখ্য, এবারের চারধাম যাত্রা শুরু হচ্ছে আগামী ১০ মে। ওই দিনই ভক্তদের জন্য উন্মুক্ত হবে যমুনোত্রী, গঙ্গোত্রী ও কেদারনাথ মন্দির। বদ্রীনাথ মন্দির উন্মুক্ত হবে ১২ মে। এবারের চারধাম যাত্রায় বিপুল সংখ্যক ভক্তদের আগমণের প্রত্যাশায় রয়েছেন মুখ্যমন্ত্রী ধামি, সেই লক্ষ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande