তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চিনকে দেবে না আমেরিকা : ন্যান্সি পেলোসি
টোকিও, ৫ আগস্ট (হি.স.): তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চিনকে দেবে না আমেরিকা। চিনকে হুঁশিয়ারি দিয়ে জ
ন্যান্সি পেলোসি


টোকিও, ৫ আগস্ট (হি.স.): তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চিনকে দেবে না আমেরিকা। চিনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। টোকিও থেকে ন্যান্সি বলেছেন, তাইওয়ানের সঙ্গে আমাদের বন্ধুত্ব শক্তিশালী। তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতার জন্য হাউস এবং সিনেটের অপ্রতিরোধ্য সমর্থন রয়েছে।

ন্যান্সি পেলোসি আরও বলেছেন, তারা তাইওয়ানকে অন্যত্র যাওয়া অথবা অংশগ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করতেই পারে, কিন্তু আমাদের তাইওয়ানে ভ্রমণে বাধা দিয়ে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে পারে না...আমরা তাদের (চিন) তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেবই না। তারা আমাদের ভ্রমণের সময়সূচী করছে না, চিনা সরকার তা করছে না।

ন্যান্সি পেলোসি আরও বলেছেন, চিনের প্রেসিডেন্টের সঙ্গে আমাদের প্রেসিডেন্টের যোগাযোগ রয়েছে। আমরা দু'টি বড় দেশ এবং আমাদের মধ্যে যোগাযোগ থাকতে হবে... বাণিজ্যিক স্বার্থের কারণে যদি আমরা চিনে মানবাধিকারের পক্ষে কথা না বলি, তাহলে বিশ্বের যে কোনও জায়গায় মানবাধিকার নিয়ে কথা বলার সমস্ত নৈতিক কর্তৃত্ব আমরা হারাবো।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande