আমেরিকায় পর পর তিন হামলা, বন্দুকবাজদের গুলিতে নিহত অন্তত ন'জন
ক্যালিফোর্নিয়া, ২৪ জানুয়ারি (হি.স.) : ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন মুলুক। এবারও ক্যালিফোর
গুলিতে নিহত অন্তত ন’জন


ক্যালিফোর্নিয়া, ২৪ জানুয়ারি (হি.স.) : ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মার্কিন মুলুক। এবারও ক্যালিফোর্নিয়ায় চলল গুলি। ক্যালিফোর্নিয়ায় চিনা নববর্ষের উৎসবে হামলার পর আবার বন্দুকবাজের দৌরাত্ম্য আমেরিকায়। তিনটি পৃথক হামলায় মৃত্যু হয়েছে অন্তত ন’জনের।

আমেরিকার আইওয়া প্রদেশের ডেস মোইনেস শহরের একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে সোমবার আচমকাই হানা দেন বন্দুকবাজেরা। স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন। দুষ্কৃতীদের গুলিতে জখম হন দুই ছাত্র-সহ তিন জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক ছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন ওই দুই ছাত্রের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় শিক্ষকের চিকিৎসা চলছে।

ডেস মোইনেস পুলিশ জানিয়েছে, মৃতদের এখনও শনাক্ত করা যায়নি। তাঁরা নাবালক কি না, স্পষ্ট নয় তা-ও।

ঘটনার পর স্কুল থেকে পালিয়ে যান দুষ্কৃতীরা। ওই বন্দুকবাজদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পরে গোপন সূত্রে খবর পেয়ে শহরের রাস্তায় একটি গাড়ি আটক করা হয়। সেখান থেকে তিন জন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। স্কুলে হামলার নেপথ্যে তাঁদের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়




 

 rajesh pande