সংগৃহিত হয়েছে পবিত্র মাটি, দেশের নানা প্রান্ত থেকে দিল্লিতে এসে পৌঁছচ্ছে অমৃত কলস
নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): মেরি মাটি মেরা দেশ'' কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেক
অমৃত কলস


নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): মেরি মাটি মেরা দেশ'' কর্মসূচির অঙ্গ হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করা হয়েছে পবিত্র মাটি। পবিত্র সেই মাটি অমৃত কলস-এ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছচ্ছে রাজধানী দিল্লিতে। রবিবার সকালে দিল্লির আনন্দ বিহার রেল স্টেশন চত্বরে 'অমৃত কলস' বহনকারী স্বেচ্ছাসেবকদের দেখা যায়, সকলের হাতে ছিল পবিত্র মাটি ভর্তি 'অমৃত কলস'। কেউ ট্রেনে, কেউ বাসে অথবা কেউ অন্যান্য মাধ্যমে দিল্লিতে এসে পৌঁছচ্ছেন। আগামী ৩১ অক্টোবর দিল্লির কর্তব্য পথে 'মেরি মাটি মেরা দেশ' অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানটি মেরি মাটি মেরা দেশ অভিযানের সমাপ্তি হিসেবে চিহ্নিত হবে।

রবিবার সকালেই গুজরাট বিজেপির রাজ্য সভাপতি সি আর পাটিল 'মেরি মাটি মেরা দেশ' প্রচারের অধীনে 'কলস যাত্রা'- সূচনা করেন। ৭৫টি 'অমৃত কলস' এদিন সকালে ই-গাড়িতে গান্ধীনগর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। সি আর পাটিল বলেছেন, গুজরাটের প্রতিটি গ্রামে বীরদের বাড়ি থেকে মাটি অথবা চাল সংগ্রহ করা হয়েছে এবং সেই 'খুম্ভ'গুলিকে আহমেদাবাদে আনা হয়েছিল। এখন ৭৫টি বৈদ্যুতিক গাড়িতে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। এর আগে কোনও বৈদ্যুতিক যান ১০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেনি। আসা-যাওয়া হবে ২০০০ কিলোমিটার, আমরা রেকর্ডও তৈরি করব।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande