জি-২০ : শুধুমাত্র নতুন দিল্লি ও নতুন দিল্লি পুর নিগম এলাকাই নিয়ন্ত্রিত হবে
নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : জি-২০ শিখর সম্মেলনে শুধুমাত্র নতুন দিল্লি ও নতুন দিল্লি পুর নিগম এ
জি-২০


নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : জি-২০ শিখর সম্মেলনে শুধুমাত্র নতুন দিল্লি ও নতুন দিল্লি পুর নিগম এলাকাকেই নিয়ন্ত্রিত এলাকা করা হবে বলে দিল্লি পুলিশ জানিয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর ভোর ৫টা থেকে ১০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত নয়াদিল্লি জেলার পুর এলাকা কন্ট্রোলড জোন হিসেবে বিবেচিত হবে।

নির্দিষ্ট এই সময়ে হাঁটা, পিকনিক বা সাইক্লিংয়ের জন্য ইন্ডিয়া গেট বা কর্তব্য পথ এলাকা এড়িয়ে চলার জন্য নাগরিকদের কাছে আবেদন জানিয়েছে দিল্লি পুলিশ। জারি করা নির্দেশিকা অনুযায়ী, ভারী, মাঝারি ও হালকা পণ্যবাহী যানবাহন দিল্লিতে প্রবেশ করতে পারবে না। তবে দুধ, শাকসবজি, ফলমূল ও চিকিৎসা সরঞ্জামের মতো অত্যাবশ্যক পণ্যবাহী গাড়িগুলি বৈধ 'নো এন্ট্রি' পারমিট নিয়ে প্রবেশ করতে পারবে। আন্তঃরাজ্য বাসগুলিকেও রাজধানীতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই জাতীয় বাসগুলি রিং রোড পর্যন্ত যাবে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande