লাহোরে ইমরান খানের বাড়ির গেট ভেঙে ঢুকল পুলিশ
ইসলামাবাদ, ১৮ মার্চ (হি.স.): পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির দখল নিল পুলিশ। ত
লাহোরে ইমরান খানের বাড়ির গেট ভেঙে ঢুকল পুলিশ


ইসলামাবাদ, ১৮ মার্চ (হি.স.): পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির দখল নিল পুলিশ। তোশাখানা মামলায় আজ হাজিরার জন্য ইমরান লাহোরের বাড়ি থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হতেই তার পাঁচিল ভেঙে ঢুকে পড়ল পঞ্জাব প্রদেশের পুলিশ। গেট ভেঙে ক্যাপ্টেনের বাড়ি ঢুকে পড়ে পুলিশ। গ্রেফতার করা হয় ২০ জন পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) কর্মীকে।

ইমরান পুলিশের এই পদক্ষেপকে তীব্র ধিক্কার জানিয়েছেন। তিনি জানান, ‘‘জামান পার্কে আমার বাড়িতে আমার স্ত্রী বুশরা বিবি একা রয়েছেন। সে সময় পুলিশ ঢুকে পড়েছে। কোন আইনে তারা এ সব করছে?’’ প্রসঙ্গত, ইমরানের বাড়ির গেট ভেঙে ঢোকার আগে পুলিশ ঘোষণা করে, ‘‘১৪৪ ধারা জারি রয়েছে। এই আবহে আপনারা জমায়েত করবেন না।’’

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande