আগরতলা, ১ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার কলেজগুলির এবছরের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষায় যেসকল ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি তাদের সকলকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করা হবে। মঙ্গলবার উচ্চশিক্ষা দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা।
অধিকর্তা সাংবাদিক সম্মেলনে জানান, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল মিটিংয়ে গত ২৮ সেপ্টেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরজন্য নতুন জাতীয় শিক্ষানীতির রেগুলেশন-১৪ সংশোধনী সংক্রান্ত নোটিফিকেশন গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ প্রকাশিত হয়। তিনি আরও জানান, যে সকল ছাত্রছাত্রী শারীরিক অসুস্থতার জন্য সেমিস্টার পরীক্ষায় বসতে পারেনি তাদেরকেও পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করা হবে। যদিও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় ছাত্রছাত্রীদের জাতীয় শিক্ষানীতির নিয়ম অনুযায়ী পরীক্ষায় পাশ করতেই হবে।
অধিকর্তা আরও জানান, এমবিবি বিশ্ববিদ্যালয় গত ২৩ আগস্ট এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গত ২২ ও ৩০ আগস্ট প্রথম সেমিস্টারের ফলাফল ঘোষণা করেছিল। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের অতিরিক্ত অধিকর্তা রাজেশ ভট্টাচার্য।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das