ভারতীয়দের আধ্যাত্মিকতার পূর্ণপ্রকাশের মাহেন্দ্রক্ষণ এই মাস : ধর্মেন্দ্র প্রধান
ভুবনেশ্বর, ১১ জুলাই ( হি. স.) : পবিত্র শ্রাবণ মাসের সূচনা উপলক্ষ্যে শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশবাসীর উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তাঁর সামাজিক মাধ্যম পোস্টে শ্রাবণ মাস প্রসঙ্গে বলেছেন , এই মাস ভারতীয়দের আধ
এই মাস ভারতীয়দের  আধ্যাত্মিকতার পূর্ণপ্রকাশের মাহেন্দ্রক্ষণ : ধর্মেন্দ্র প্রধান


ভুবনেশ্বর, ১১ জুলাই ( হি. স.) : পবিত্র শ্রাবণ মাসের সূচনা উপলক্ষ্যে শুক্রবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দেশবাসীর উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। এদিন তাঁর সামাজিক মাধ্যম পোস্টে শ্রাবণ মাস প্রসঙ্গে বলেছেন , এই মাস ভারতীয়দের আধ্যাত্মিকতার পূর্ণপ্রকাশের মাহেন্দ্রক্ষণ। সঙ্গে আরও বলেন , এই অনন্য মাস ভক্তি, শৃঙ্খলা এবং ঐশ্বরিক সংযোগের উদযাপন, ভক্তদের অভ্যন্তরীণ শুদ্ধিকরণ এবং আধ্যাত্মিক জাগরণের দিকে পরিচালিত করে ।

ভগবান শিবের কাছে সকল দেশবাসীর সুস্থতা , সুখ ও সমৃদ্ধি কামনা করে বলেন, ভগবান ভোলেনাথ প্রত্যেকের জীবনকে আনন্দময় করে তুলুন । হর হর মহাদেব!

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande