আগরতলা, ১১ জুলাই (হি.স.) : চার দফা দাবির ভিত্তিতে শুক্রবার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার (টিআরবিটি) চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল উপজাতি যুব ফেডারেশনের (টিওয়াইএফ) কেন্দ্রীয় কমিটি। এই চার দফা দাবি হল টেট পরীক্ষা বছরে দুইবার করতে হবে। এসটিপিজিটি পরীক্ষা ২০২১ সাল থেকে বন্ধ হয়ে গেছে, তা পুনরায় চালু করতে হবে। টেট পরীক্ষার প্রশ্ন বাংলা স্ক্রিপ্টের পাশাপাশি রোমান স্ক্রিপ্টে করতে হবে এবং টেট পরীক্ষায় এসটি পরীক্ষার্থীদের জন্য কাট অফ মার্ক ৫০ শতাংশ করতে হবে।
এদিন টিওয়াইএফ নেতৃবৃন্দ জানান, ত্রিপুরা রাজ্য উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বেকারত্বের দিক দিয়ে প্রথম। পাঁচ লক্ষাধিক বেকার চাকরির জন্য রাজ্যে হন্যে হয়ে ঘুরছেন। অথচ ৫০ হাজার শূন্যপদ রয়ে গেছে। শূন্যপদ পূরণের দাবি জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরও জানান, অবিলম্বে এই দাবিগুলি পূরণ না হলে আগামীদিনে তারা আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করেবেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ