আগরতলা, ১১ জুলাই (হি.স.) : গত ৩ জুলাই ত্রিপুরা মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ গ্রহণকারী কিশোর বর্মণকে শুক্রবার বিভিন্ন দফতর বরাদ্দ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার পরামর্শে মুখ্য সচিব জে.কে. সিনহার স্বাক্ষরিত জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, কিশোর বর্মণ উচ্চশিক্ষা, পঞ্চায়েত এবং সাধারণ প্রশাসন (রাজনৈতিক) দফতরের দায়িত্ব পালন করবেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এর আগে ওই তিনটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পালন করেছিলেন।
দফতরের দায়িত্ব পেয়ে মন্ত্রী কিশোর বর্মণ জানান, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নির্দেশনায় জনকল্যাণের জন্য একসাথে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন মন্ত্রী কিশোর বর্মণ।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das