প্রতিভা, সহনশীলতা ও সমৃদ্ধ ঐতিহ্যে পরিপূর্ণ রাজ্য ত্রিপুরা : রাজ্যপাল
আগরতলা, ১১ জুলাই (হি.স.) : ত্রিপুরা প্রতিভা, সহনশীলতা এবং সমৃদ্ধ ঐতিহ্যে পরিপূর্ণ একটি রাজ্য। শুক্রবার সন্ধ্যায় আগরতলা শহরের কাছে লেম্বুছড়াস্থিত হলিক্রস কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব তেজস ১২.০ এর উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একথা বল
ত্রিপুরার রাজ্যপাল


আগরতলা, ১১ জুলাই (হি.স.) : ত্রিপুরা প্রতিভা, সহনশীলতা এবং সমৃদ্ধ ঐতিহ্যে পরিপূর্ণ একটি রাজ্য। শুক্রবার সন্ধ্যায় আগরতলা শহরের কাছে লেম্বুছড়াস্থিত হলিক্রস কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব তেজস ১২.০ এর উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একথা বলেন।

এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, বিকশিত ভারত গঠনে ত্রিপুরার নবীণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করেন। তিনি বলেন, এধরণের কর্মসূচিতে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করলে তাদের প্রতিভার বিকাশ ঘটবে এবং আত্মবিশ্বাসও বাড়বে।

কলেজে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে রাজ্যপাল পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলিক্রস কলেজের প্রিন্সিপাল ড. ফাদার বেনি কে জন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. সুদীপ্তা সিনহা।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande