বাউরিয়ায় হিন্দুদের উপর আক্রমণ পরিস্থিতি বুঝতে উলুবেড়িয়ায় শুভেন্দু
হাওড়া, ১১ জুলাই (হি.স.): মহরমের সময় পশ্চিমবঙ্গের একাধিক জায়গার মত বাউরিয়ায় হিন্দুদের উপর অত্যাচার করে সংখ্যালঘু দুষ্কৃতীরা। বহু হিন্দু যুবককে মামলা দেওয়া হয় এবং হিন্দুদের দোকান সম্পত্তি নষ্ট করা হয়। বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবার গ্রামীণ হাওড়
বাউরিয়ায় হিন্দুদের উপর আক্রমণ পরিস্থিতি বুঝতে উলুবেড়িয়ায় শুভেন্দু


হাওড়া, ১১ জুলাই (হি.স.): মহরমের সময় পশ্চিমবঙ্গের একাধিক জায়গার মত বাউরিয়ায় হিন্দুদের উপর অত্যাচার করে সংখ্যালঘু দুষ্কৃতীরা। বহু হিন্দু যুবককে মামলা দেওয়া হয় এবং হিন্দুদের দোকান সম্পত্তি নষ্ট করা হয়। বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ায় যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ক্ষতিগ্রস্ত দোকানদার এবং হিন্দু যেসব যুবক পুলিশি অতি সক্রিয়তার শিকার তাদের পরিবারের সঙ্গেও দেখা করেন। এদিন মনসা তলায় অবস্থিত হাওড়া গ্রামীণ জেলা কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, “গ্রামীণ হাওড়ার ক্ষতিগ্রস্ত এলাকা তিনি পরিদর্শন করতে চান। তাঁর বিধানসভা অফিস থেকে ব্যক্তিগত সচিব ৯ তারিখ থেকে জেলা এসপি এবং ডিজিপিকে মেইল করেছিলেন, যাতে বিরোধী দলনেতাকে আহত, ক্ষতিগ্রস্ত এবং পবিত্র মন্দির দেখার অনুমতি দেওয়া হয়।

গতকাল গভীর রাতে এসপি হাওড়া গ্রামীণ আমার ব্যক্তিগত সচিবের মাধ্যমে জানিয়েছিলেন যে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা রয়েছে, এবং কয়েকদিন পরে এলে ভালো হবে। এরপর গভীর রাতে বিরোধী দলনেতার অফিস এসপিকে জানায় যে আপনি দিনক্ষণ ঠিক করে দিন, সেই সময় বিরোধী দলনেতা এলাকায় যাবেন। এখনও পর্যন্ত এসপির কোনও উত্তর আসেনি।

এর আগেও গত চার বছরে বহুবার এমন হয়েছে, যখন বিরোধী দলনেতা হিসেবে পুলিশের বাধা এবং অসহযোগিতার কারণে আদালতের হস্তক্ষেপ নিয়ে আমাদের যেতে হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande