নয়াদিল্লি, ১১ জুলাই (হি.স.): বৃহস্পতিবার গভীর রাতে উত্তর জেলার বড়া হিন্দু রাও থানা এলাকার পুল মিঠাই এলাকায় একটি জীর্ণ বাড়ি হঠাৎ ভেঙে পড়ে। দুর্ঘটনায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মনোজ শর্মা ওরফে পাপ্পু। তিনি গত ৩০ বছর ধরে ওই এলাকার একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। দোতলা বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ, দমকল ও দুর্যোগ মোকাবিলা বিভাগ, সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। অনেক চেষ্টার পর ধ্বংসস্তূপ থেকে একজনকে উদ্ধার করা হয়। তবে তাকে হিন্দু রাও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, রাতে যখন এই দুর্ঘটনা ঘটে তখন মনোজ প্রতিদিনের মতো দোকানে ঘুমাচ্ছিলেন। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া