কলকাতা, ১১ জুলাই (হি. স.) : বাংলা সহায়তা কেন্দ্রের পরিষেবা প্রদানের মাধ্যমে মাধ্যমেই অল্প সময়ের ব্যবধানে ই - ওয়ালেটে ১০০০ কোটির অধিক লেনদেন, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। নিজের এক্স হ্যান্ডলে ‘বাংলা সহায়তা কেন্দ্র’গুলির সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফেও এই পরিষেবা প্রদানকারীর পরিপ্রেক্ষিতেই এর মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে আস্থা রেখেছে রাজ্যের মানুষ। এর সুফল পেয়েছেন রাজ্যবাসী। সেইসঙ্গে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে সরকারের পরিষেবাও। সুতরাং ওই পরিষেবার সঙ্গে যুক্তদের দক্ষতা বৃদ্ধির সঙ্গে তাদের অভিনন্দন জানিয়েছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত