কলকাতা, ১১ জুলাই (হি.স.): শুক্রবার কলকাতার একাধিক জায়গায় চলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। হানা পড়ে আকাশছোঁয়া অভিজাত আবাসনেও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুকুন্দপুরের একটি অভিজাত আবাসনে শুক্রবার সকালে ঢুকে পড়ে কেন্দ্রীয় তদন্তকারীরা। মূলত, সেবি বা দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের দায়ের করা মামলার ভিত্তিতে দিল্লির একটি আর্থিক প্রতারণা ঘটনায় কলকাতা তল্লাশি অভিযানে নামে ইডি।
এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ সিআরপিএফ জওয়ানদের নিয়ে মুকুন্দপুরের ওই অভিজাত আবাসনে হানা দেয় ইডির বাহিনী। যার বিরুদ্ধে প্রতারণা অভিযোগ তুলেছে সেবি, সেই অভিযুক্তের সংস্থা নাকি তপসিয়াতে। সেই সূত্রেই এখানে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারীরা। হানা দেন অভিযুক্তের ফ্ল্যাট-বাড়ি ও অফিসে।
জানা গিয়েছে, প্রায় ৯৩ কোটি টাকা আত্মসাৎ করেছে ওই অভিযুক্ত। যার ভিত্তিতে তদন্তে নামে ইডি।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত