দক্ষিণ দিনাজপুর, ১১ জুলাই (হি.স.): ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গাড়ির মধ্যেই আটকে মারা গেলেন বোলেরো গাড়ির চালক। ঘটনায় জখম হয়েছেন ট্রাকের চালক। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নলপুকুরে।
বোলেরো এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বোলেরো গাড়ির চালকের। গাড়ির মধ্যেই আটকে মারা যান চালক। ঘটনায় জখম হয়েছেন ট্রাকের চালক। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বুনিয়াদপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নলপুকুরে।
জানা গিয়েছে, মালদা থেকে চাল বোঝাই ট্রাকটি বুনিয়াদপুরে ফুড কর্পোরেশনের গুদামের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসছিল বোলেরো গাড়ি। পথ দুর্ঘটনায় বোলেরোর চালক সঞ্জীব ভূঁইমালির (৩০) মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বুনিয়াদপুর পুরসভার ৪ নং ওয়ার্ডের রসিদপুর এলাকায়।
ট্রাকের চালক তরুণ সরকার গুরুতর আহত হয়েছেন। ট্রাক চালককে উদ্ধার করে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারী থানার পুলিশ বাহিনী। দমকলের একটি ইঞ্জিনও ঘটনাস্থলে যায়। পুলিশ এবং দমকলের কর্মীরা মৃতদেহটি গাড়ি থেকে বের করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত