চম্বল নদীর কোটা ব্যারাজের বেহালদশা, উঠল সংস্কারের দাবি
কোটা, ১১ জুলাই(হি.স.): রাজস্থানের চম্বল নদীর উপর ১৯৬০ সালে নির্মিত কোটা ব্যারাজের অবস্থা এখন বেহাল। ৬৫ বছরের পুরনো এই জলাধার রাজস্থান ও মধ্যপ্রদেশের প্রায়৬.৫ লাখ হেক্টর জমিতে সেচের জল সরবরাহ করে। কিন্তু বিগত দুই বছর ধরে এর ১৯টি রেডিয়াল গেট ও দুটি স্
চম্বল নদীর কোটা ব্যারাজের বেহালদশা, উঠল সংস্কারের দাবি


চম্বল নদীর কোটা ব্যারাজের বেহালদশা, উঠল সংস্কারের দাবি


কোটা, ১১ জুলাই(হি.স.): রাজস্থানের চম্বল নদীর উপর ১৯৬০ সালে নির্মিত কোটা ব্যারাজের অবস্থা এখন বেহাল। ৬৫ বছরের পুরনো এই জলাধার রাজস্থান ও মধ্যপ্রদেশের প্রায়৬.৫ লাখ হেক্টর জমিতে সেচের জল সরবরাহ করে। কিন্তু বিগত দুই বছর ধরে এর ১৯টি রেডিয়াল গেট ও দুটি স্লুইস গেটের কোনও সংস্কার হয়নি। ফলে গেটগুলোর লোহার তারে মরিচে ধরে গেছে, বর্ষার সময় বেশি জল এলে বিপদের সম্ভাবনা থেকে যাচ্ছে।

শুক্রবার এই জলাধারের অবিলম্বে মেরামতির দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আদালত জেলা শাসক ও কোটা ব্যারাজের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারকে নোটিশ পাঠিয়ে জবাব চেয়েছে। শুনানি আগামী ১ অগাস্ট।

জানা গেছে , কোটা শহরের পানীয় জল সরবরাহ এবং সেচের মূল ভরসা এই ব্যারাজ। কিন্তু সেচ বিভাগের অবহেলায় ব্যারাজ ঘেঁষা অংশে ইঁদুরের জন্য মাটি ও পাথর গুলি আলগা হয়ে গেছে। গেটের ছিদ্র দিয়ে জল বেরিয়ে যায়, সেফটি রেলিং ও প্রাচীর ভাঙাচোরা। রাজস্থানের রাজ্য সরকার যদিও রিনোভেশনের জন্য ২৩৬ কোটি বরাদ্দ করেছে, কিন্তু কোনও বড় কাজ শুরু হয়নি।

প্রসঙ্গত, ব্যারাজের সঙ্গে লাগোয়া পর্যটন কেন্দ্র চম্বল রিভার ফ্রন্ট হওয়ায় এটি দর্শনার্থীদের আকর্ষণ। অথচ সেখানে স্লুইস গেট ১৯৮০ সাল থেকে বন্ধ, রক্ষণাবেক্ষণের অভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande