গুয়াহাটি, ১ অক্টোবর (হি.স.) : রাধিকাপুর ও আনন্দবিহার টার্মিনালের মধ্যে চলাচলের জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে একটি নতুন ট্রেন পরিষেবা চালু করা হবে। রেলওয়ে, তথ্য ও সম্প্রচার এবং বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল ২ অক্টোবর শিয়ালদহ থেকে এই নতুন ট্রেন পরিষেবার ভার্চুয়ালি সূচনা করবেন। উদ্বোধনী ট্রেন নম্বর ০৪০১১ রাধিকাপুর-আনন্দবিহার টার্মিনাল রাধিকাপুর থেকে ১২.৪৫ ঘণ্টায় যাত্রা শুরু করবে।
সে অনুযায়ী ট্রেন নম্বর ০৪০১১ রাধিকাপুর-আনন্দবিহার টার্মিনাল উদ্বোধনী স্পেশাল রাধিকাপুর থেকে ১২.৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ২০.৫০ ঘণ্টায় আনন্দবিহার টার্মিনাল পৌঁছবে। এই ট্রেনটি রাইগঞ্জ, বারসোই জংশন, কাটিহার জংশন, বারাউনি জংশন, সমস্তিপুর জংশন, বাপুধাম মতিহারী, গোরখপুর জংশন, গোন্ডা জংশন, মোরাদাবাদ জংশন হয়ে চলাচল করবে।
ট্রেনটিতে যাত্রীদের আসনের জন্য ছয়টি এসি ৩-টিয়ার, দুটি এসি ২-টিয়ার, একটি এসি প্রথম শ্রেণি, আটটি শয়ন শ্রেণি এবং তিনটি দ্বিতীয় শ্রেণির কামরা থাকবে। এই ট্রেনের সূচনার ফলে দেশের রাজধানী শহরে সরাসরি ভ্রমণের জন্য রাধিকাপুর এবং এর সংলগ্ন অঞ্চলগুলির যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। আজ মঙ্গলবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস